শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আবাহনী-মেরিনার্স ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

এক সময় ফেডারেশন কাপকে ফুটবল লিগের ওয়ার্মআপ টুর্নামেন্ট বলা হতো। এখন লিগের পাশাপাশি ফেডারেশন কাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে খেলা মাঠে গড়িয়েছে ক্লাব কাপ দিয়ে। এতে খেলোয়াড় ও দর্শকরা খুশি। আজ ক্লাব কাপের ফাইনাল। মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও মেরিনার্স ইয়াংস। মেরিনার্স সেমিফাইনালে ৮-৪ গোলে ঊষা ক্রীড়াচক্রকে এবং আবাহনী ৩-২ গোলে হারায় মোহামেডানকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর