শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মুশফিক, মাহমুদুল্লাহকে ট্রফি উৎসর্গ তামিমের

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের অন্য যে কোনো দলের চেয়ে ফরচুন বরিশালে তারকা ক্রিকেটারের সংখ্যা ছিল বেশি। দলে তামিম ইকবাল ছাড়াও ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া ছিলেন সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও তাইজুল ইসলাম। ছিলেন কাইল মায়ার্স, ডেভিড মিলারের মতো বিদেশি তারকা ক্রিকেটার। দারুণ একটি দল নিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শিরোপা জিতেই অধিনায়ক তামিম থেমে থাকেননি, ১৫ ম্যাচে ৩ হাফ সেঞ্চুরিতে ৪৯২ রান করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন। গতকাল ফাইনালে ৩৯ রানের নান্দনিক এক ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। ১০ আসরে এটাই তামিমের প্রথমবার টুর্নামেন্ট সেরা। পুরস্কার জিতেছেন ১০ লাখ টাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জয়ের ট্রফি অধিনায়ক তামিম উৎসর্গ করেছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহকে, ‘ট্রফিটা মুশির (মুশফিকুর রহিম) প্রাপ্য। সে মাঠের মধ্যে আমাকে দারুণভাবে সহায়তা করেছে। ফিল্ডিং সাজিয়েছে, বোলারকে উৎসাহ দিয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে। যা আমার জন্য দল পরিচালনা করতে সহায়ক ছিল। এ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদও দারুণ পারফরম্যান্স করেছেন। আসলে দলের সবাই-ই দারুণ পারফরম্যান্স করেছে।’ ম্যাচ শেষে ট্রফি নেওয়ার সময় তিনি ঢেকে নেন মুশফিক ও মাহমুদুল্লাহকে। সবাইকে নিয়ে একসঙ্গে ট্রফি গ্রহণ করেন। টুর্নামেন্ট সেরা হয়েছেন তামিম। ৪ ওভারের স্পেলে ২৬ রানের খরচে ১ উইকেট এবং ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের কাইল মায়ার্স। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন তামিম। ১৫ ম্যাচে রান করেছেন ৪৯২। আর্থিক পুরস্কার পেয়েছেন ৫ লাখ টাকা। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম পুরস্কার পেয়েছেন ৫ লাখ টাকা। ৮ ক্যাচ নিয়ে নিয়ে সেরা ফিল্ডার মোহাম্মদ নাঈম পেয়েছেন ৩ লাখ টাকা।

সর্বশেষ খবর