রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নেপালকে হারিয়ে মেয়েদের দারুণ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

নেপালকে হারিয়ে মেয়েদের দারুণ সূচনা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক নেপালের মেয়েদের। এ জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল। ২৪ মিনিটে সাথী মুন্ডা থ্রু বল ঠেলে দেন বক্সের ভিতর। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসেন। তবে বল স্পর্শ করতে ব্যর্থ হন তিনি। বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি বক্সে ঢুকে প্লেসিং শটে বল জালে জড়ান। ৭ মিনিট পর এই প্রীতিই ব্যবধান বাড়ান। ডি বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে যান বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফাউল করেন। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধ্বে নেপাল বেশ আক্রমণ করে, তবে তারা গোলের দেখা পায়নি। ৬২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন প্রীতি। হ্যাটট্রিক করতে পারতেন তিনি। তবে তার প্লেসিং শট জালের দেখা পায়নি।

প্রথম ম্যাচে জয়ের পর কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে আমাদের পারফরম্যান্স ঠিকই আছে। তবে অনেক ক্ষেত্রেই উন্নতি করতে হবে। সেকেন্ড হাফে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। তবে আমরা তা করতে পারিনি। কারণ উচ্চতা বেশি হওয়ায় আমাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল।’  ম্যাচটা ফাইনালে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ দল জয় পেয়েছে, এতেই সন্তুষ্ট কোচ। সামনের ম্যাচে আরও ভালো খেলার আশায় আছে বাংলাদেশ। ৫ মার্চ ভারতের মুখোমুখি হবে টিটুর শিষ্যরা।

এদিকে দিনের অপর ম্যাচে ভারত ৭-০ গোলে হারিয়েছে ভুটানকে। ভারতের পক্ষে দুটি করে গোল করেন সভেতা রানী, পার্ল ফার্নান্দেজ ও আনুশকা কুমারি। এ ছাড়া একটি গোল করেন অন্বিতা রঘুরামান। নিজেদের প্রথম ম্যাচ জিতে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ভারত। সমান তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। রাউন্ড রবিন পর্ব শেষে সরাসরি ফাইনাল অনুষ্ঠিত হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের অংশগ্রহণে।

 

 

সর্বশেষ খবর