সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে ফেবারিট বললেন সিলভারউড

ক্রীড়া ডেস্ক

দুই দলের সর্বশেষ টি-২০ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। পরিসংখ্যানেও এগিয়ে দ্বীপরাষ্ট্র। ১৩ ম্যাচের ৯টিতে জিতেছে। দেশটি ২টি টেস্ট, ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে এখন বাংলাদেশে। আজ দুই দলের প্রথম টি-২০ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ স্বাগতিক হলেও দ্বীপরাষ্ট্রের ইংলিশ কোচ ক্রিস সিলভারউড মনে করেন সিরিজে তার দেশই ফেবারিট, ‘আমি তো বলব সিরিজে শ্রীলঙ্কাই ফেভারিট। তবে দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’ আজ সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। সিলেটেই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজে নিজেদের ফেবারিট বললেও আশা করছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সিরিজ, ‘আশা করছি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’ শ্রীলঙ্কা নিজেদের মতো ক্রিকেট খেলতে চায় বলেন কোচ। ‘আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-২০তে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।’

সর্বশেষ খবর