মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের আজ ভারত পরীক্ষা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের আজ ভারত পরীক্ষা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায়। আগের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। তবে বাংলাদেশের আসল পরীক্ষা ভারত ম্যাচ। আজ সেই ম্যাচেই প্রতিবেশী দেশটির মুখোমুখি হচ্ছেন অর্পিতারা। কোচ সাইফুল বারী টিটুও বলছেন, এই ম্যাচের মধ্য দিয়েই দলের শক্তিমত্তা বোঝা যাবে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য পরীক্ষা। এই ম্যাচেই দলের শক্তি বোঝা যাবে।’ পাশাপাশি টিটু ম্যাচটিকে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ বলেও দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি ফাইনাল খেলব। ভারতও ফাইনাল খেলবে বলেই আশা করি। দুটো দল ফাইনালের আগে মুখোমুখি হচ্ছে। এটাকে ফাইনালের ড্রেস রিহার্সেল বলাই যায়।’ ভারত ম্যাচ সামনে রেখে গতকাল সকালে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। কোচ জানিয়েছেন, গত ম্যাচের গোলদাতা প্রীতি ছাড়া বাকি সবাই সুস্থ। প্রীতি সামান্য ব্যথা অনুভব করছেন। তবে তিনি ভারতের বিপক্ষে খেলতে চান বলে কোচকে জানিয়েছেন। কোচ টিটুও প্রীতির খেলার ব্যাপারে আশাবাদী। নেপালের বিপক্ষে দুটি গোলই করেন প্রীতি।

ভারত প্রথম ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। বাংলাদেশ আছে ঠিক পরের স্থানেই। আজ জিতলে বাংলাদেশের সামনে রাউন্ড রবিন পর্বে সেরা হওয়ার সুযোগ থাকবে।

সর্বশেষ খবর