মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ঘরের মাঠে জয়ের আশায় বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে জয়ের আশায় বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই বায়ার্ন মিউনিখকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। শেষ ষোলোর প্রথম লেগে তারা হেরেছে ইতালিয়ান ক্লাব লেজিওর কাছে। এবার দ্বিতীয় লেগে লড়াইয়ের পালা। আজ নিজেদের মাঠ অ্যালাইঞ্জ অ্যারিনায় দ্বিতীয় লেগে লেজিওর মুখোমুখি হবে বায়ার্ন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ফেবারিট বায়ার্ন মিউনিখ। ছয়বার ইউরোপসেরা হয়েছে তারা। তবে চলতি মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না ব্যভারিয়ানরা। বুন্দেসলিগায় এরই মধ্যে শিরোপা লড়াই থেকে অনেকটা দূরে সরে গেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও বিদায়ের শঙ্কায় আছে। প্রথম লেগে লেজিওর কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। আজ অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য। অন্যদিকে বায়ার্নের মাঠে ড্র করলেই ২০০০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলবে লেজিও। তবে লেজিও বাধা অতিক্রম করে টানা পঞ্চমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে চায় বায়ার্ন মিউনিখ। ২০১৯ সালে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্যভারিয়ানরা। এরপর থেকে প্রতিবারই অন্তত শেষ আটে খেলেছে তারা।

এদিকে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল সুসিদাদ-পিএসজি। প্রথম লেগে পিএসজি নিজেদের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে। আজ রিয়াল সুসিদাদ ৩-০ গোলে জিতলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে এক পা দিয়েই রেখেছেন কিলিয়ান এমবাপ্পেরা। আজ ড্র করলেই কোয়ার্টার ফাইনালে খেলবে পিএসজি। চলতি মৌসুমে অন্যতম ফেবারিট দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে পিএসজি।

সর্বশেষ খবর