বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট চান রাকিবরা

ক্রীড়া প্রতিবেদক

ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট চান রাকিবরা

২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনিং ক্যাম্প চলছে সৌদি আরবে। রাকিব হাসান বলেন, ‘এই কন্ডিশনিং ক্যাম্প উপকারে আসবে। সৌদি ও কুয়েতের আবহাওয়া একই রকম বলে খাপ খাওয়াতে কষ্ট হবে না। কোচ কাবরেরা টেকনিক্যাল বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। কার কেমন পারফরম্যান্স তা ভালো মতো বুঝতে পারছেন।’ রাকিব বলেন, ‘ফিলিস্তিন শক্তিশালী দল। এবার এশিয়ান ফুটবলে তারা নকআউট পর্ব খেলেছে। তারপরও আমাদের চেষ্টা থাকবে তাদের রুখে পয়েন্ট নেওয়া। সেরাটা দিতে পারলেই তা সম্ভব।’ ২৬ মার্চ কিংস অ্যারিনায় ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের।

সর্বশেষ খবর