শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভুটানকে বিধ্বস্ত করল বাংলার মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ভুটানকে বিধ্বস্ত করল বাংলার মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। গতকাল বাংলাদেশের আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল ভুটানের সঙ্গে। সেই ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন পর্বে গ্রুপের সেরা দল হিসেবেই ফাইনাল নিশ্চিত করল সাইফুল বারী টিটুর শিষ্যরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। কাল নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ভুটানের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি কোচ টিটু। তিনি পূর্ণ শক্তির দলই মাঠে নামান। ফাইনালের আগে দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলারই পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় সফল হয়েছেন তিনি। ভুটানের বিপক্ষে ম্যাচে ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের লম্বা পাসে বল পেয়ে হেডে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান সুরভী আকন্দ প্রীতি। ৩২ মিনিটে দারুণ এক গোল করেন ফাতেমা। ডি বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রি কিক নেন তিনি। বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ৩৫ মিনিটে ফাতেমার কর্নার কিকে বল পেয়ে হেডে বল জালে জড়ান ক্রানুচিং মারমা। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে তারা। ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান ৪-০ করে সাথী মুন্ডা। মৌমিতা খাতুনের ক্রসে সুরভীর পা ছুঁয়ে বল যায় সাথীর পায়ে। সহজেই বল জালে জড়ান তিনি। ৬৯ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন থুইনুই মারমা। মৌমিতা খাতুনের ক্রসে বল পেয়ে জোরালো শটে গোল করেন থুইনুই। ৭৭ মিনিটে আরও একটি গোল করেন সুরভী। চলতি আসরে এ নিয়ে প্রীতি ৫ গোল করলেন। গোলদাতার তালিকায় তিনিই শীর্ষে আছেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভারতকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। ভুটানকেও হারালো। এবার ফাইনালের অপেক্ষা। সাইফুল বারী টিটুর শিষ্যরা ফাইনালের জন্য পূর্ণ প্রস্তুত। কাল সেই ফাইনাল জিতেই মাঠ ছাড়তে চায় তার দল।

সর্বশেষ খবর