রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ম্যাট হেনরির ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক

ম্যাট হেনরির ৭ উইকেট

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা নিজের করে নিয়েছেন ম্যাট হেনরি। ২৫ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ৭ উইকেট নিয়েছেন কিউই ফাস্ট বোলার। ৩৮ বছর পর নিউজিল্যান্ডের কোনো পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন। তার বোলিংয়েই ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ১৬২ রানে। জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৫৬ রানে। হেনরি ৭ উইকেট নিয়েছেন ৬৭ রানের খরচে। স্বাগতিকরা ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে। সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫১ রানে। তবে আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার টম ল্যাথামের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন। লাথাম ব্যাট করছেন ৬৫ রানে। লাথামের ক্যারিয়ারসেরা বোলিং ২০২২ সালে ক্রাইস্টচার্চেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার ৭ উইকেট নিয়েছিলেন মাত্র ২৩ রানের খরচে। আজ তৃতীয় দিন ব্ল্যাক ক্যাপসরা ব্যাটিং করতে নামবে হাতে ৮ উইকেট নিয়ে ৪০ রানে এগিয়ে থেকে।            

সংক্ষিপ্ত স্কোর

 

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস, ১৬২

দ্বিতীয় ইনিংস, ৫০ ওভারে ১৩৪/২ (লাথাম ৬৫*, ইয়াং ১, উইলিয়ামসন ৫১, রাচিন রবীন্দ্র ১১*। মিচেল স্টার্ক ১১-১-৩৯-১, জশ হ্যাজলউড ১৩-৫-২৪-০, প্যাট কামিন্স ১১-২-২১-১, গ্রিন ৬-১-২৭-০, নাথান লিওন ৬-১-১৪-০, মিচেল মার্শ ৩-০-৬-০)।

 

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ২৫৬/১০, ৬৮ ওভার (স্টিভ স্মিথ ১১, উসমান খাজা ১৬, মারনাস লাবুশেন ৯০, লায়ন ২০, মার্শ ০, কেয়ারি ১৪, স্টার্ক ২৮, কামিন্স ২৩, হ্যাজলউড ১*; সাউদি ১৮-২-৬১-১, ম্যাট হেনরি ২৩-৪-৬৭-৭, সিয়ার্স ১৬-৩-৭৬-১, কুগেলাইন ৬-১-৩০-০, ফিলিপস ৫-০-১৪-১)।

 

সর্বশেষ খবর