সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিউজিল্যান্ডের দরকার ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ৭৮ বছরে ৬৫টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। জয় সাকল্যে আটটি। যার সর্বশেষটি ২০১১ সালে ব্রিজবেনে। ১৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জিতলেও ঘরের মাটিতে নিউজিল্যান্ড জিতেছিল ১৯৯৩ সালের মার্চে। ৩১ বছরের সেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে টিম সাউদির ব্ল্যাক ক্যাপসদের। স্ক্রাইস্টচার্চে স্মরণীয় এক জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিকদের নিয়ে গেছেন বাঁ হাতি ফাস্ট বোলার ম্যাট হেনরি। ২৫ টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ১০ উইকেটের দ্বারপ্রান্তে। এ জন্য তার দরকার মাত্র এক উইকেট। প্রথম ইনিংসে ৭টি এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন তিনি। ঐতিহাসিক জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৬ উইকেট এবং অস্ট্রেলিয়ার জিততে লাগে ২০২ রান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় ১৬২ রানে। জবাবে সফরকারী অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৫৬ রান। ৯৪ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে। চার হাফ সেঞ্চুরিতে ৩৭২ রান করে। টার্গেট ছুড়ে দেয় ২৭৯ রানের। টম লাথাম ৭৩, কেন উইলিয়ামসন ৫১, রাচিন রবীন্দ্র ৮২ ও ড্যারেল মিচেল ৫৮ রান করেন। ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাট হেনরি ও বেন সিয়ার্সের সাঁড়াশি আক্রমণে স্কোর বোর্ডে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। যদিও পঞ্চম উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে দিন পার করেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দিন শেষে স্কোর কার্ডে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৭৭।

সর্বশেষ খবর