সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা টয়লেট্রিজ ফুটসালে চ্যাম্পিয়ন ফারইস্ট

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা টয়লেট্রিজ ফুটসালে চ্যাম্পিয়ন ফারইস্ট

বসুন্ধরা টয়লেট্রিজ বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসালের ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৪৮টি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়। ‘মাদক রুখবই এবং স্মার্ট বাংলাদেশ গড়বই’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে গত ৩ মার্চ শুরু হয় টুর্নামেন্ট। গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে ফাইনালে প্রথম আকর্ষণ ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি। এ ছাড়াও ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার, বিপিএলের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও দেশের একমাত্র স্পোর্টস-ভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। ফাইনালের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাকিব। এ সময় তিনি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি নিজেও যেহেতু ফুটবলের অনেক বড় ভক্ত, আমি চাইনি সুযোগটা মিস করতে। এসে খুব সুন্দর একটা ফাইনাল ম্যাচ দেখলাম। এই টুর্নামেন্টে যতগুলো দল অংশগ্রহণ করেছে, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। ’

আরও বলেন সাকিব, ‘খেলাধুলা শুধু পেশাদার খেলোয়াড় হওয়ার জন্যই করতে হবে এমন কিছু না। খেলাধুলা করার দুইটা বড় উপকার আছে- এক হচ্ছে মাদক থেকে দূরে থাকা যায়। দ্বিতীয়ত শারীরিকভাবে ভালো থাকা যায়। আমার কাছে মনে হয় দুটোই গুরুত্বপূর্ণ। আমাদের যদি ভালো জাতি গড়ে তুলতে হয় সে ক্ষেত্রে খেলাধুলার বিকল্প আমি দেখি না। এ কারণে আপনারা যারা উৎসুক হয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

সর্বশেষ খবর