মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
চট্টগ্রামে কাল প্রথম ওয়ানডে

এবার ওয়ানডে চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

এবার ওয়ানডে চ্যালেঞ্জ

টি-২০ সিরিজ শেষ। ১-২ ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। অথচ জিতলে অবাক হওয়ার কিছু থাকত না। শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। রিশাদ হোসেনের মারকাটারি হাফসেঞ্চুরি সত্ত্বেও টাইগাররা হেরে যায় নুয়ান থুসারার বিধ্বংসী বোলিংয়ে। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন থুসারা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদরা ভুলে যেতে চাইবেন টি-২০ সিরিজ। নতুন করে নতুন সিরিজ খেলতে নাজমুল বাহিনী এখন বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। আগামীকাল ১৩ মার্চ প্রথম ওয়ানডে। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। বাকি দুটি ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজে নিজেদের মেলে ধরতে মড়িয়া মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। একবারে সিরিজ নিয়ে না ভেবে ‘ম্যাচ বাই ম্যাচ’ ভাবছেন তৌহিদ. ‘আমার ‘ম্যাচ বাই ম্যাচ’ যেতে ভালো লাগে। দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ জেতার জন্য খেলব, সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে।’

দুই দল পরস্পরের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছে গত নভেম্বরে। ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি হয়েছিল দিল্লিতে। ম্যাচটি দুই দলের জন্যই ছিল মহাগুরুত্বপূর্ণ। ২০২৫ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জয়ের বিকল্প ছিল না দুই দলের। যে দল জিতত, তারাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে- এমন সমীকরণের ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। জিতেছিল সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে। অথচ সাকিব এবার খেলছেন না শ্রীলঙ্কা সিরিজে। দলটি ২টি টেস্ট ও ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে এখন বাংলাদেশে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে টি-২০ সিরিজ। এখন চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজ। প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রামে।

দুই দল এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে দ্বীপরাষ্ট্রের জয় ৪২টি। বাকি দুই ম্যাচে কোনো ফল হয়নি। এর মধ্যে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৪টি জিতেছে বাংলাদেশ। সর্বশেষটির হারজিতকে আড়াল করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’। সময়ের চোরাস্রোতে টাইগাররা সেটা ভুলে গেলেও লঙ্কানরা ভুলেনি। তাই টি-২০ সিরিজ জয়ের পর ঘড়ি দেখার উছিলায় কটাক্ষ করছিল নাজমুল বাহিনীকে। তৃতীয় টি-২০ ম্যাচে এ নিয়ে সফরকারী দলের সঙ্গে ঝামেলায়ও জড়িয়েছিলেন তৌহিদ। এ জন্য আইসিসি জরিমানা করেছে তাকে। তবে সব ভুলে এখন শুধু ওয়ানডে সিরিজের দিকে মনোনিবেশ করতে। গতকাল অনুশীলনের ফাঁকে তৌহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। প্রতিটা খেলোয়াড় খেলার টাচে আছে। আমরা সবাই টি-২০ খেলে এসেছি। যেহেতু আমাদের হাতে ২-৩ দিন সময় রয়েছে, আমি মনে করি ওয়ানডের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।’ ওয়ানডে সিরিজে নিজের টার্গেট নিয়ে মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘যে ভুলগুলো করেছি, সেসব ভুল যত কম করব তত ভালো ইমপ্যাক্ট ফেলবে দলে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ভালো ইনিংস ছিল। ওখান থেকে একটু আত্মবিশ্বাস পাব। কিন্তু দিনশেষে ওই নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর