মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সুদানের সঙ্গে ড্র, কোচের সন্তুষ্টি

ক্রীড়া প্রতিবেদক

সুদানের সঙ্গে ড্র, কোচের সন্তুষ্টি

বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে রবিবার গভীর রাতে সুদানের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দুই দল। সৌদি আরবে অনুষ্ঠিত এ ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেছেন, ‘প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরনের ম্যাচে ফলাফল মুখ্য বিষয় নয়। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কি করতে পারলাম। এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরও একটি ম্যাচ আছে। এক দিন (সোমবার) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন।’ ১৪ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে সুদান-বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে সুদান ১২৭ এবং বাংলাদেশ ১৮৩ নম্বরে অবস্থান করছে। গত ২ মার্চ থেকে সৌদি আরবের আল তাইফে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। প্রথম সাত দিনের অনুশীলনের পর নিজেদের যাচাই করার জন্য সুদানের সঙ্গে খেলতে নেমেছিলেন জামালরা। তবে প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা।

 

সর্বশেষ খবর