শিরোনাম
বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাগরিকায় প্রথম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক

সাগরিকায় প্রথম ওয়ানডে আজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা আড়াইটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। কয়েক বছরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি ঘটনার কারণে উত্তেজনা বেড়ে গেছে। নিদাহাস ট্রফিতে নাগিত ড্যান্স থেকে শুরু করে সব শেষ বিশ্বকাপে সাকিব আল হাসানের করা ‘টাইমড আউট’ এই লড়াইয়ে বাড়তি রসদ জুগিয়েছে।

এই লড়াইকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড, ‘এই দ্বৈরথ অবশ্যই খুব ভালো। আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন এবং টি-২০ তে আমরা দুটি ভালো দলের লড়াই-ই দেখেছি। এই সিরিজেও (ওয়ানডে) আমি ঠিক সেটাই চাইব। আমরা চাই কিছু ভালো ক্রিকেট খেলা  হোক এবং আমার মনে হয় দুই দলই তা চায়।’

টি-২০ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছে। তাই ওয়ানডেতে লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার ব্যাপারেও বদ্ধপরিকর লাল-সবুজরা। এ সিরিজেও খেলছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে থাকছেন দারুণ ছন্দে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক-সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না।’

বাংলাদেশ দলে রয়েছেন চারজন ওপেনার- লিটন দাস, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ওপেন করেছিলেন সৌম্য ও বিজয়। লিটন দাস ব্যাট করেছিলেন চার নম্বরে। তবে এই সিরিজেও লিটন কি চার নম্বরে ব্যাট করবেন নাকি ওপেন করবেন! আবার সব শেষ বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ। তিনিও একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। চার ওপেনারকে নিয়ে যেন মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে আজকের ম্যাচে লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সব শেষ সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৯ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন। যদিও ওপেনিং জুটি নিয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি ক্যাপ্টেন শান্ত, ‘এখন এটা বলতে চাইছি না। দলের জন্য  যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।’

সৌম্য সম্পর্কে বলেন, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল, একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব। কখনো কখনো দেখা যায়, দুই একজন ভালো করছেন, বাকিরা সবাই ব্যর্থ! তবে ক্যাপ্টেন দল হিসেবে ভালো করার প্রতিশ্রুতি দিলেন। শান্ত বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।’

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। তবে নিউজিল্যান্ডে দাপটের সঙ্গেই পারফর্ম করেছে টাইগাররা। কিন্তু সিরিজ জিততে পারেনি। তবে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দর্শকরাও হতাশ। ভক্তদের নিয়ে শান্ত বলেন, ‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথা বলেন এগুলো আমাদের কারণেই বলেন। কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি, তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।’

সর্বশেষ খবর