বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মাঠে ফিরছে কোটি টাকার সুপার কাপ

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফিরছে কোটি টাকার সুপার কাপ

২০০৮ সাল থেকে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। টানা চারবার নির্বাচনে জয়ী হয়েই তিনি দেশের ফুটবলের অভিভাবক। ১৬ বছর ধরে দায়িত্বে আছেন। অথচ বড় কোনো চমক নেই। ২০১০ সালে এসএ গেমসে পুরুষ ফুটবলে সোনা জয় আর নারী জাতীয় দলের সাফ জয়ই বড় প্রাপ্তি। পুরুষ জাতীয় দলের নেই কোনো সাফল্য। ফুটবল ঘিরে তেমন নতুনত্বই আনা যায়নি এখনো। সভাপতি সালাউদ্দিনের বড় চমক ছিল ২০০৯ সালে সুপার কাপের আয়োজন। কোটি টাকার চ্যাম্পিয়ন প্রাইজমানি থাকায় এ টুর্নামেন্ট শুধু ঢাকা নয়, দেশব্যাপী আলোড়ন তুলেছিল। প্রথম আসরে মোহামেডান-আবাহনী ফাইনাল হওয়ায় হারিয়ে যাওয়া দর্শকের ঢলও নেমেছিল। সুপার কাপ ঘিরে ঘরোয়া ফুটবলে প্রাণের সঞ্চার হয়। বাফুফের সভাপতি কথা দিয়েছিলেন এ আসরের আকর্ষণ আরও বাড়ানো হবে। কোটি টাকা ছাড়িয়ে প্রাইজমানিও বাড়বে। আমন্ত্রণ জানানো হবে ভারতীয় ফুটবলের তিন জায়ান্ট ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানকে।

না, প্রতিশ্রুতি আর বাস্তবে মেলেনি। তিনবার হয়েই সুপার কাপ বন্ধ। স্পন্সর না পাওয়ায় জনপ্রিয় এ টুর্নামেন্ট মাঠে নামানোর উদ্যোগ নেয়নি বাফুফে। তবে অনেকদিন পর সুপার কাপ মাঠে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে সম্ভব নয় তবে আগামী বছর সুপার কাপ মাঠে ফেরাতে এখন থেকেই জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। যা নিয়ে জটিলতা ছিল সেই স্পন্সরেরও নাকি সাড়া মিলেছে। বাফুফের এক সহসভাপতি ঘরোয়া ফুটবলকে আরও চাঙা করতে সুপার কাপ মাঠে নামাতে উঠেপড়ে লেগেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

সর্বশেষ খবর