বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

১৪ বছর পর শেষ আটে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

১৪ বছর পর শেষ আটে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় মৌসুম খেলতেই পারেনি আর্সেনাল। দীর্ঘদিন পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসরে নাম লিখিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল গানাররা। মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে তারা ১-০ গোলে হারায় পোর্তোকে। প্রথম লেগে পোর্তো জয় পেয়েছিল ১-০ গোলে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট-আউটে আর্সেনাল ৪-২ ব্যবধানে জয় পেয়েছে। ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করল আর্সেনাল। চলতি মৌসুমে শেষ আটে আর্সেনালের সঙ্গে হয়েছে বার্সেলোনাও। মঙ্গলবার তারা শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব নেপোলিকে ৩-১ গোলে হারিয়েছে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। বার্সেলোনা দুই তিন মৌসুম পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল। গত দুই মৌসুমে তারা গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল। এবার জাভি হার্নান্দেজের হাত ধরে শেষ আটে পৌঁছে গেছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর বাধা পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। এখনো পর্যন্ত সব ফেবারিটরাই টিকে আছে। গত মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও তারা অন্যতম ফেবারিট। তবে এখনো পর্যন্ত বাকি ফেবারিট দলগুলোও দারুণ ফুটবল উপহার দিয়েছে। এবারের লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনাল থেকেই চার ফেবারিট দল বিদায় নেবে। টিকে থাকবে কারা!

 

সর্বশেষ খবর