শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আল হিলালের বিশ্ব রেকর্ড

আল হিলালের বিশ্ব রেকর্ড

আট বছর আগে ওয়েলসের ক্লাব নিউ সেইন্টস ৪৪ বছরের পুরনো বিশ্ব রেকর্ড নিজেদের করে নিয়েছিল। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ২৭ ম্যাচ জয় করেছিল। ১৯৭১-৭২ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্স টানা ২৬ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। ওয়েলসের ক্লাব নিউ সেইন্টসের রেকর্ডটা এখন সৌদি আরবের ক্লাব আল হিলালের দখলে। তারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ জয় করেছে। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। সেমিফাইনালে আল হিলাল মুখোমুখি হবে আরব আমিরাতের ক্লাব আল আইনের। সব প্রতিযোগিতা মিলে রিয়াল মাদ্রিদ টানা ম্যাচ জয় করেছে ২২টি (২০১৪-১৫ মৌসুম)। বার্সেলোনার আছে ১৮ ম্যাচ জয়ের রেকর্ড (২০০৫-০৬ মৌসুম)। বিশ্বের নামিদামি ক্লাবগুলোকে ছাড়িয়ে গেল আল হিলাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর