বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাইপর্ব

ফিলিস্তিনকে হারানোর প্রত্যয় জামালদের

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ উপলক্ষে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত রাকিবরা। সুদানের বিপক্ষে ক্লোজ ডোর প্রীতি ম্যাচও খেলেছে। কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ফিলিস্তিন যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও ফুটবলে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। র‌্যাঙ্কিং ও মান দুটোতেই পিছিয়ে জামালরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়তে নিজেদের ঝালাই করে নিচ্ছেন ফুটবলাররা। ম্যানেজার আমের খান ভালো করার ব্যাপারে আশাবাদী। তার কথা- ‘লিগে পারফরম্যান্স দেখেই খেলোয়াড় বাছাই করা হয়েছে। অনুশীলনেও ছেলেরা ভালো করছে। ফিলিস্তিনকে রুখে দিতে প্রস্তুত।’

কুয়েতে অ্যাওয়ে ম্যাচে লড়বে বাংলাদেশ। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বসুন্ধরা কিংস অ্যারিনায় ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের। কুয়েতে খেলার পর প্রস্তুতির বেশি সময় পাবেন না জামালরা। তাই সৌদিতেই দুই ম্যাচের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন কোচ কাবরেরা। জয় নয়, ফিলিস্তিনের বিপক্ষে ড্র করাটাও জামালদের জন্য স্বস্তি। তবে কোচের চিন্তায় রয়েছে ড্রর বদলে যে কোনো এক ম্যাচে জয়। সেটি সম্ভবত কিংস অ্যারিনাকে টার্গেট করেছে। বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে ১-৭ গোলে হারে বাংলাদেশ। লেবাননের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র। এখনো চার ম্যাচ বাকি, বাংলাদেশ চাচ্ছে অন্তত এক ম্যাচ জয়।

 

সর্বশেষ খবর