শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঊষায় পয়েন্ট হারাল মোহামেডান

মোহামেডান ৩ - ৩ ঊষা কেসি

ক্রীড়া প্রতিবেদক

ঊষায় পয়েন্ট হারাল মোহামেডান

টানা দুই ম্যাচ জেতার পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান পয়েন্ট হারিয়েছে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার হকি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ৩-৩ গোলে ড্র করে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে। খেলার প্রথম কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় মোহামেডান। ১১ মিনিটে মালয়েশিয়ান ফয়সাল বিন ফিল্ড গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি গোল করলে মোহামেডান ২-০ গোলে এগিয়ে যায়। ২৭ মিনিটে ভারতের ইসরাত ইকতিদারের গোলে ব্যবধান কমায় ঊষা। মাহবুব হোসেন পেনাল্টি কর্নার থেকে ম্যাচ ২-২ করেন। ৪৪ মিনিটে ফের এগিয়ে যায় সাদা-কালো শিবির। আমিরুল গোল করেন। ৫২ মিনিটে মাহবুব সমতা ফেরালে ম্যাচ ৩-৩ ড্র হয়।

দিনের প্রথম ম্যাচে ভারতীয় খেলোয়াড় আশুর হ্যাটট্রিকে সাধারণ বিমা ৮-৩ গোলে ভিক্টোরিয়াকে পরাজিত করেছে। বিজয়ী দলের জামিল বিন শুভ ও রবি জোড়া গোল করেন। আরেক গোল আসে কামরুজ্জামান রানার স্টিক থেকে। ভিক্টোরিয়ার শুভ কুমার ঘোষ, আল আমিন মিয়া ও শহিদুল ইসলাম ১টি করে গোল করেন।

সর্বশেষ খবর