শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগ শুরু ২৯ মার্চ

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবলের দ্বিতীয় লেগের ফিকশ্চার নির্ধারিত হয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত ফিকশ্চারে ২৯ মার্চ উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পুলিশ মুখোমুখি হবে। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান-ফটিস লড়বে। শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র একই দিনে মুখোমুখি হবে গোপালগঞ্জ ফজলুল হক মণি স্টেডিয়ামে। ৩০ মে টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দ্বিতীয় লেগ শুরু করবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে। খেলাটি হবে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে। ২০১৮-১৯ মৌসুমের পর এটি হবে লিগে কিংসের শততম ম্যাচ। একই দিনে রহমতগঞ্জ ও আবাহনীর ম্যাচ হবে মুন্সীগঞ্জে।

ঈদুল ফিতর ও বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের ব্যস্ততার কারণে লিগ কিছুদিন বন্ধ থাকবে। শিডিউল ঠিক থাকলে ২৯ মে কিংস ও শেখ রাসেল ম্যাচ দিয়ে চলতি মৌসুমের লিগের পর্দা নামার কথা। নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। সমান ম্যাচে মোহামেডান ১৭ ও ঢাকা আবাহনীর সংগ্রহ ১৫ পয়েন্ট। দ্বিতীয় লেগে অধিকাংশ দলে নতুন বিদেশির পাশাপাশি নতুন স্থানীয় ফুটবলারের দেখা মিলবে। এদিকে বাফুফে ফেডারেশন কাপে চার কোয়ার্টার ফাইনালে শিডিউল ঘোষণা করেছে। ২ এপ্রিল মোহামেডান-শেখ রাসেল, ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ, ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ, ৩০ এপ্রিল আবাহনী ও ফটিসের শেষ আটের লড়াই।

সর্বশেষ খবর