শিরোনাম
শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে জামালদের হার

ক্রীড়া প্রতিবেদক

সৌদি আরবে সুদানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আর প্রতিপক্ষকে রুখতে পারেননি জামাল ভূইয়ারা। বৃহস্পতিবার গভীর রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে সুদানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে হেরেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ কাবরেরা। তিনি বলেন, ‘সুদানের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তার পরও দলের সবাই লড়াকু ফুটবল খেলেছে। আমি মনে করি দুই ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘সুদান ও ফিলিস্তিন প্রায় কাছাকাছি শক্তির দল। বিশেষ করে শারীরিক শক্তির দিক থেকে। তাই এ দুটি ম্যাচ আমাদের ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। তবে বলতে পারি, আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং ভালো খেলছি। এখানে আসার আগে যে রকম ছিলাম তার তুলনায়। ২১ মার্চের ম্যাচের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।’ কুয়েতে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

 

সর্বশেষ খবর