রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

লিটন বাদ, দলে জাকের

ক্রীড়া প্রতিবেদক

লিটন বাদ, দলে জাকের

ব্যাটিংয়ে ছন্দ হারিয়ে ফেলেছেন লিটন দাস। রানে ফিরতে মরিয়া লিটন দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে এক ঘণ্টা বাড়তি ব্যাটিং অনুশীলন করেন। কিন্তু ওই অনুশীলন কোনো কাজে দেয়নি। বরং ম্যাচের দ্বিতীয় বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয়বার শূন্য রানে আউট হয়েছেন। প্রথম ওয়ানডেতে মেরেছিলেন ‘গোল্ডেন ডাক’। ৯১ ক্যারিয়ারে সব মিলিয়ে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন লিটন। ছন্দ হারানো লিটনকে আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় মিডল অর্ডারে নিয়েছেন জাকের আলি অনিককে। লিটনকে বাদ দিয়ে জাকের আলিকে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। তাই দলে পরিবর্তন এনেছি। এতে করে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের খেলার সুযোগ থাকবে। সিরিজ যেহেতু সমতায়, আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি দলে বাড়তি অপশন যোগ করবে। একই সঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’ আগামীকাল সকাল ১০টায় তৃতীয় ম্যাচটি শুরু হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশের সবচেয়ে ড্যাসিং ক্রিকেটার লিটন। সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটার। ৯১ ম্যাচে রান করেছেন ২৫৬৩। সেঞ্চুরি ৫টি এবং স্ট্রাইক রেট ৮৬.৬৪। অথচ সর্বশেষ ১০ ওয়ানডেতে নেই কোনো পঞ্চাশোর্ধ ইনিংস। সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে। পুনেতে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬৬ রানের ইনিংস। সেঞ্চুরি করেছিলেন ৪১ ম্যাচ আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রান। সর্বশেষ ১০ ম্যাচে রান করেছেন মোট ১৫৮। যার দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। ছন্দ হারিয়ে অস্থিরতায় ভোগা লিটন সবধরনের বলের ওপর চড়াও হচ্ছেন। ক্যারিয়ারে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তার চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ১৯, হাবিবুল বাশার ১৮ এবং ১৫টি করে মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ রফিক। পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে, ১৩ বার। দুই বছর আগেও তিনি ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। লিটন না থাকায় এখন সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন কে? দলে দুজন ওপেনার রয়েছেন। বাঁ হাতি তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।

জাকের আলিকে নেওয়া হয়েছে মূলত মিডল অর্ডার শক্তিশালী করতে। প্রধান নির্বাচক সে রকমই ইঙ্গিত দিয়েছেন, ‘জাকের আলির অন্তর্ভুক্তি দলে বাড়তি অপশন যোগ করবে। একই সঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’ ২০২৩ সালে এশিয়াডে অভিষেক। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে সিলেটে। প্রথম ম্যাচেই বাজিমাত। টর্নেডো গতিতে ৬৮ রান করেন ২০০ স্ট্রাইক রেটে মাত্র ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায়। অবশ্য টি-২০ সিরিজে শুরুতে স্কোয়াডে ছিলেন না। অফ স্পিনার অ্যালিস ইসলামের ইনজুরিতে সুযোগ পান। এবার সুযোগ পেলেন লিটন দাসের ছন্দহীনতায়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল অলিখিত ফাইনাল। প্রথম ম্যাচ ৬ উইকেটে বাংলাদেশ জিতেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরিতে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা ৩ উইকেটে জিতে সমতা আনে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে।

 

তৃতীয় ওয়ানডে দল - নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।

সর্বশেষ খবর