রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সৌদি ছেড়ে জামালরা আজ যাচ্ছেন কুয়েত

বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ ২১ মার্চ

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে আজই কুয়েত যাচ্ছেন জামাল-রাকিবরা। এখানেই ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ইসরায়েলের হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি শহীদ হচ্ছে। এখানে ম্যাচ আয়োজন করা সম্ভব না বলে ফিফার বিশেষ অনুমতি নিয়ে কুয়েতে খেলা হবে। ২৬ মার্চ ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ হোম ম্যাচে লড়বে ফিলিস্তিনের বিপক্ষে। দুটি ম্যাচকে গুরুত্ব দিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। এর মধ্যে সুদানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেন জামালরা। প্রথমটি ড্র, পরেরটি ০-৩ গোলে হেরে যান।

বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যদের প্রশিক্ষণে সন্তুষ্ট। বলেছেন, ‘ছেলেরা নিজেদের গুছিয়ে নিয়েছে। আশা করি ফিলিস্তিনের বিপক্ষে আমরা ভালো করব।’ ডিফেন্ডার হাসান মুরাদ বলেন, ‘ফিলিস্তিন ম্যাচে ভালো খেলতে চাই। সুদান আর বাংলাদেশের মান একই। তাদের বিপক্ষে খেলে আমাদের লাভ হয়েছে। যা ফিলিস্তিনের ম্যাচে কাজে লাগাতে চাই।’

সর্বশেষ খবর