রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নারী দলে নতুন মুখ লিসা

অস্ট্রেলিয়া আসছে আজ

ক্রীড়া প্রতিবেদক

তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আজ ঢাকায় আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরুষ দলের মতোই নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে নারী দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির জন্য ছিটকে পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার শামীমা সুলতানা। তার জায়গায় প্রথমবার সুযোগ পেয়েছেন ফারজানা হক লিসা। লিসা একজন কিপার-ব্যাটার। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। বাদ পড়েছেন অলরাউন্ডার লতা মন্ডল ও শরিফা খাতুন। তবে দুজনকে টিম ম্যানেজমেন্ট রেখে দিয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। রূপালী ব্যাংকে খেলা লিসা মাত্র ছয় ম্যাচ খেলেছেন। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘কিপার-ব্যাটার শামীমা সুলতানার ইনজুরি। সেজন্য ব্যাকআপ হিসেবে ফারজানা হক লিসাকে নেওয়া হয়েছে।’ দলে ফিরেছেন অফ স্পিনার নিশিতা আক্তার। সফরে দুই দল প্রথমে খেলবে ওয়ানডে। ২১, ২৪ ও ২৭ মার্চ তিন ওয়ানডে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। টি-২০ তিনটির তারিখ ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর