মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ওয়ানডে জিতে টেস্টের দিকে তাকিয়ে

আসিফ ইকবাল

ওয়ানডে জিতে টেস্টের দিকে তাকিয়ে

নিদাহাস ট্রফি থেকে একটি অলিখিত মানসিক দ্বন্দ্ব কাজ করে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। বিশ্বকাপ ক্রিকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’র পর থেকে দুই দলের ম্যাচে উত্তাপ-উত্তেজনার পারদ সব সময়ই চড়া থাকে। দুই দলের লড়াইয়ে যখন যে দল জয় পাচ্ছে, তখন সেই দল উৎসব করে ঘড়ি কিংবা হেলমেট প্রদর্শন করে। এই গতকাল যেমন। বন্দরনগরী চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচটি ৪ উইকেটে জয়ের পর উৎসব, উচ্ছ্বাসে মেতে ওঠেন নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে টাইগাররা। ম্যাচ শেষে ট্রফি হাতে ‘উইনার’ বিল বোর্ডের সামনে ছবি তোলার আগে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ‘হেলমেট’ হাতে টাইমড আউটের কথা স্মরণ করিয়ে দেন। এতেই স্পষ্ট, বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের ম্যাচগুলো এখন অন্যরকম আবেদনের সৃষ্টি করছে। এখানে মানসিক লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট লড়াইটাই প্রাধান্য পাচ্ছে বেশি। ওয়ানডে সিরিজ জয়ের পর উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচ শেষে তানজিদ, রিশাদের পাশাপাশি বোলারদের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘তানজিদ শুরুতে সত্যি ভালো ব্যাটিং করেছে। এরপর মুশফিক ভাই যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয়েছে এটা রিশাদকে ভালো খেলতে সাহায্য করেছে। এ ধরনের উইকেটে বোলাররা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। বিশেষ করে নতুন বলে ৩ পেসার দারুণ বোলিং করেছে। টি-২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছি। এখন টেস্ট সিরিজ খেলার অপেক্ষা। আমরা প্রস্তুত টেস্ট সিরিজ খেলতে।’

২৩৬ রানের টার্গেটে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। অলআউট ক্রিকেট খেলে ৫৮ বল হাতে রেখে অসাধারণ জয় তুলে নেয় নাজমুল বাহিনী। চোখ ধাঁধানো জয়ের ম্যাচে আহত সৌম্য সরকারের ‘কনকাসন সাব’ হিসেবে খেলেছেন তানজিদ তামিম। তিনি খেলেছেন ৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস। রিশাদ ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেন ১৮ বলে। তার অপরাজিত ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। ইনিংসের ৩৯ নম্বরে ওভারে টানা ২ ছক্কা ও ৩ চারে ২৪ রান নেন রিশাদ। অপরাজিত থাকেন ৪৮ রানে। ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের, ২১ বলে ইংল্যান্ডের বিপক্ষে। তানজিদ ও রিশাদ ব্যাট হাতে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পিছিয়ে ছিলেন না মুশফিকও। সাবেক অধিনায়ক ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায়। ম্যাচ শেষে সিরিজ জয়ের ট্রফি হাতে ছবি তোলার আগে হেলমেট নিয়ে জয় অন্যভাবে উদযাপন করেন মুশফিক। হেলমেট নিয়ে তার এই উদযাপনের সমালোচনা করছেন অনেকে। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘না, আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিন ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেক ইনিংসের মধ্যে, এই তো।’

 

সর্বশেষ খবর