মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নতুন মুখ নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক

নতুন মুখ নাহিদ রানা

টি-২০ ও ওয়ানডে সিরিজ শেষ। এখন টেস্ট সিরিজ শুরুর অপেক্ষা। ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গতকাল ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ২-১ ব্যবধানে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রামে। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেল গতকাল প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। ২১ বছর বয়সী নাহিদ নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেন। ছন্দহীনতায় তৃতীয় ওয়ানডেতে বাদ পড়েন লিটন দাস। তবে টেস্ট স্কোয়াডে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। ছুটি নিয়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেননি লিটন। তার ফেরায় জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান। লিটনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন মুশফিক হাসান। না খেলে বাদ পড়েছেন ফাস্ট বোলার হাসান মাহমুদ ও বাঁ হাতি স্পিনার হাসান মুরাদ। নাহিদ রানা ও মুশফিক হাসানদের মতো তরুণদের টেস্ট স্কোয়াডে নেওয়ার ব্যাখ্যায় নির্বাচক আবদুর রাজ্জাক রাজ বলেন, ‘নাহিদ রানা খুবই সম্ভাবনাময়। এ মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার এবং বাড়তি বাউন্সও আদায় করে নিতে পারে সে। আরেকজন তরুণ পেসার মুশফিক হাসানও আছে দলে। ইবাদত যেহেতু চোটের কারণে বাইরে এবং তাসকিন আপাতত টেস্ট খেলছে না, তরুণ পেসারদের অভিজ্ঞতা নেওয়ার সময় এখনই।’

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর