মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে জাকের, মাসলপুল মুস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক

হাসপাতালে জাকের, মাসলপুল মুস্তাফিজের

সিরিজ মীমাংসার ম্যাচ। অলিখিত ফাইনাল ম্যাচটি জিততে মরিয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অথচ ম্যাচের হার-জিতকে পেছনে ফেলে সব ফোকাস কেড়ে নিয়েছে ৩-৪টি ইনজুরি এবং ‘কনকাসন সাব’ পদ্ধতি। ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে বাংলাদেশ। টাইগারদের সিরিজ জয়ের ম্যাচটিতে সৌম্য সরকারের ‘কনকাসান সাব’ হয়েছেন তানজিদ তামিম। ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান জাকের আলি অনিক। এরপর তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জাকেরের অবস্থা গুরুতর নয়। গরমে মাসল পুল হয়েছে মুস্তাফিজুর রহমান। সেজন্য শেষ ওভারটি করতে পারেননি মুস্তাফিজ। পানি শূন্যতায় ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো দ্বিতীয় ইনিংসে মাঠে ছিলেন না। তার জায়গায় আম্পায়ারিং করেন তানভীর আহমেদ। 

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বল গ্রিপ করতে গিয়ে আঙুলে ব্যথা পান মুশফিকুর রহিম। তবে ব্যথাটি সিরিয়াস ছিল না। তাই ম্যাচ খেলতে সমস্যা হয়নি। সৌম্য আহত হওয়ার আগে ২ ওভার বোলিং করে ১০ রানের খরচে এক উইকেট নেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান সৌম্য। ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, সৌম্যের মাথা আঘাত লেগেছে মাটিতে। ঘাড়ে জড়তা অনুভব করাসহ মাথাব্যথা এবং চোখে দেখার বিষয়েও বলেছেন। এ ছাড়া বাউন্ডারি দড়িতে পড়ে হাঁটুতেও আঘাত পেয়েছেন। সৌম্যর ইনজুরিতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ‘কনকাসন সাব’-এর জন্য আবেদন করে। ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করেন তানজিদ তামিম। সেঞ্চুরির আশা জাগিয়েও থেমে যান ৮৪ রানে।

সর্বশেষ খবর