বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জামালদের ফিলিস্তিন পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

জামালদের ফিলিস্তিন পরীক্ষা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২১ মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ উপলক্ষে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ সুদানের বিপক্ষে। একটিতে ড্র করেছে, অন্যটিতে হেরেছে। সৌদি আরব ছেড়ে বর্তমানে কুয়েতে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানেও অনুশীলনে নেমে পড়েছেন জামাল-তপুরা। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে খেলার জন্য সবাই প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছেন। তবে ডিফেন্সের খেলোয়াড়রা একটু বাড়তিই প্রস্তুতি নিচ্ছেন। ম্যাচটা কঠিন হবে ডিফেন্ডারদের জন্য।

বাংলাদেশের ডিফেন্স লাইনে অন্যতম সেরা তারকা তপু বর্মণ। তিনি বললেন, ‘পুরো দলকেই ডিফেন্ডিংয়ে মনোযোগ দিতে হবে। ডিফেন্সে যারা আছি তাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমরা প্রতিপক্ষ সম্পর্কে জানি, তারা এশিয়ান কাপে নকআউট পর্বে খেলেছে। আমাদের দুর্বল পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে।’ দলগত পারফরম্যান্স করেই ভালো একটা ফল অর্জন করতে চান তপুরা। সৌদি আরব থেকে কুয়েতে যাওয়ার পর প্রবাসীরা ফুটবলারদের সাদরে বরণ করে নিয়েছেন। এতে মুগ্ধ হয়েছেন ফুটবলাররা। সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দিতে চান ফুটবলাররা। তপু অনুরোধ করেছেন, ম্যাচের দিন সমর্থকরা যেন মাঠে আসেন। দলকে সমর্থন করেন। ফুটবলাররাও চেষ্টা করবেন সমর্থকদের ভালো ফল উপহার দিতে।

দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। বোঝাপড়াটা এখন অনেক ভালো। তা ছাড়া নিয়মিত খেলার মধ্যেই আছেন তারা। হয়তো লিগ খেলছেন। না হয় জাতীয় দলে। ফিলিস্তিনের বিপক্ষে ভালো কোনো ফলের আশা করতেই পারেন তারা! ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৭ নম্বরে আছে ফিলিস্তিন। অন্যদিকে বাংলাদেশ আছে ১৮৩ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের এই ব্যবধানের পরও ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় দলের সবার মধ্যেই। ২১ মার্চের ম্যাচের আগে প্রস্তুতিটা শতভাগ নিয়েছেন তারা।

সর্বশেষ খবর