বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিলয়-শারিকের হ্যাটট্রিক ঊষার সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

নিলয়-শারিকের হ্যাটট্রিক ঊষার সহজ জয়

হকিতে হ্যাটট্রিক এখন নিয়মিত দৃশ্য। ঢাকা প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে ২ কিংবা ৩টি করেও হ্যাটট্রিক হচ্ছে। গতকাল পুরান ঢাকার ঊষা ক্রীড়াচক্র পুরো পয়েন্ট পেয়েছে কাছাকাছি অবস্থিত ক্লাব বাংলাদেশ স্পোর্টিংকে ৮-২ গোলে হারিয়ে। হাসান যুবায়ের নিলয় ও পাকিস্তানের শারিক হ্যাটট্রিক করেন। এ ছাড়া ভারতীয় অনিকেত গুরাও জোড়া গোল করেন। রাফিউল ইসলাম ও ভারতীয় প্রিন্স কুমার বিজিত দলের ব্যবধান কমান। লিগে ঊষার টার্গেট শিরোপা তা আগেই ঘোষণা দিয়েছে। তবে এরই মধ্যে আবাহনীর কাছে হার ও মোহামেডানের বিপক্ষে ড্র করে মূল্যবান ৫ পয়েন্ট হারিয়েছে। ছয় ম্যাচে ঊষার সংগ্রহ ১৩ পয়েন্ট। আবাহনী পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে মোহামেডানের অ্যাকাউন্টে ১০ পয়েন্ট। আরেক শিরোপা প্রত্যাশী মেরিনার্স প্রথম ম্যাচেই ঊষার কাছে হার মানে।

১১ দল নিয়ে অনুষ্ঠিত এই লিগে প্রথম পর্বে এখনো বড় তিন ম্যাচ আবাহনী-মোহামেডান, মেরিনার্স-আবাহনী ও মোহামেডান খেলবে মেরিনার্সের বিপক্ষে।

সর্বশেষ খবর