বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দুই প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

দুই প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

ইনজুরির জন্য ইন্টার মায়ামির শেষ ম্যাচটা খেলতে পারেননি লিওনেল মেসি। এবার সেই একই ইনজুরিতে আর্জেন্টিনাও পাচ্ছে না তাকে। ২৩ মার্চ এল সালভাদর এবং ২৭ মার্চ কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গত বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে ন্যাশভিল এসসির বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৫০ মিনিটেই মাঠ ছাড়েন মেসি। পরে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো জানান, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। এটাই বিপদ হয়ে দেখা দিল। গত শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি।

সর্বশেষ খবর