বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি

‘আমরা জানি ফিলিস্তিন কতটা শক্তিশালী। এশিয়ান কাপে তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু বাংলাদেশ দল যদি নিজেদের সেরা খেলাটা মাঠে দিতে পারে, তাহলে আমাদের হারানো কঠিন।

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ কুয়েতের জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আই গ্রুপে দুটি ম্যাচ খেলেছেন জামাল ভূইয়ারা। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছেন। ১-১ গোলে ড্র করেছেন লেবাননের সঙ্গে। ফিলিস্তিনও দুই ম্যাচ খেলে লেবাননের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্যটিতে অস্ট্রেলিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। কঠোর অনুশীলনের পাশাপাশি কন্ডিশনিংটাও হয়ে গেছে জামালদের। কুয়েত এবং সৌদি আরবের আবহাওয়া প্রায় একই রকম। দুই সপ্তাহেরও বেশি সময় একই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছেন ফুটবলাররা। ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সবদিক বিবেচনায় রেখেই সৌদি আরবে ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছিল। ফুটবলাররা বলছেন, ক্যাম্পটা দারুণ হয়েছে। কোচের পরিকল্পনা অনুযায়ী ট্রেনিং করেছেন তারা। সেই পরিকল্পনা এখন মাঠের লড়াইয়ে কাজে লাগানোর অপেক্ষা।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ অতীতে ছয়বার ফুটবল মাঠে লড়াইয়ে নেমেছে। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে ফিলিস্তিন। একবার ড্র করেছে দুই দল। অতীত পরিসংখ্যানে এগিয়ে ফিলিস্তিন। তাছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়েও আছে বিরাট ব্যবধান। ফিলিস্তিন ৯৭ নম্বরে। বাংলাদেশ ১৮৩ নম্বরে। অতীত পরিসংখ্যান আর র‌্যাঙ্কিংয়ের ব্যবধানের পরও বাংলাদেশ দল আশায় আছে। অন্তত লেবানন ম্যাচের মতো একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় তারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচের আগের দিন বললেন, ‘আমরা জানি ফিলিস্তিন কতটা শক্তিশালী। আমরা দলটা নিয়ে খুব ভালো করেই বিশ্লেষণ করেছি। বিশেষ করে এশিয়ান কাপে তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু বাংলাদেশ দল যদি নিজেদের সেরা খেলাটা মাঠে দিতে পারে, তাহলে আমাদের হারানো কঠিন। এটা গত নভেম্বরে লেবাননের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ প্রমাণ করেছে। সে ম্যাচেও তো লেবানন শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নেমেছিল।’ অধিনায়ক জামাল ভূইয়ার কণ্ঠেও একই সুর। তিনি বলেছেন, ‘আমাদের সামনে কঠিন ম্যাচ। তবে আমরা নিজেদের সেরা দিয়েই খেলতে চাই।’ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়ার আশা পূরণ করতে পারবেন জামাল ভূইয়ারা!

ফিলিস্তিন আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ংকর দল। অন্তত বাংলাদেশের জন্য তো বটেই। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত এশিয়ান কাপে শেষ ষোলোতে খেলেছে ফিলিস্তিন। নিজেদের ইতিহাসে এটাই তাদের সেরা ফল। বাংলাদেশের জন্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাই তো অনেক দূরের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ফিলিস্তিন যেমন শক্তিতে এগিয়েছে, বাংলাদেশও এগিয়েছে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকার পরও লেবাননের বিপক্ষে গত নভেম্বরে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছেন জামাল ভূইয়ারা। ম্যাচে পিছিয়ে পড়েও গোল করে সমতায় এসেছিল বাংলাদেশ। কোচ কাবরেরা আরও একবার এমন পারফরম্যান্সই চান শিষ্যদের কাছ থেকে।

প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় ডিফেন্সেই বেশি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। নিজেদের নিরাপদ রেখে প্রতিপক্ষের ওপর হামলা করার কৌশল নিয়েই খেলবে বাংলাদেশ। তপু বর্মণদের কাঁধে থাকবে গুরু দায়িত্ব। তবে আক্রমণভাগেও বেশ কাজ করেছেন কোচ কাবরেরা। সুযোগ পেলেই গোল আদায় করে নিতে হবে। রাকিব হোসেনের ওপরও থাকবে বাড়তি দায়িত্ব। ফরোয়ার্ড লাইনের এই তরুণ ফুটবলার এরই মধ্যে স্বপ্নের জাল বুনে দিয়েছেন সমর্থকদের মনে। ফিলিস্তিনের বিপক্ষে তার দিকেই তাকিয়ে থাকবে সমর্থকরা।

সৌদি আরব ছেড়ে কুয়েতে পা দেওয়ার পরই প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফুটবলাররা। আজ মাঠেও তাদের দেখতে চান জামালরা। প্রবাসীদের কল্যাণে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের দাপট থাকতে পারে। কিন্তু মাঠে কি দাপট দেখাতে পারবেন জামাল ভূইয়ারা!

সর্বশেষ খবর