বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয়

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ওয়ানডেতে সাতবার এবং টি-২০ বিশ্বকাপে শিরোপা জিতেছে ছয়বার। দলটি ২০১৪ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ খেলেছে। সেবার শিরোপা জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে। এরপর ১০ বছর পেরিয়েছে। অস্ট্রেলিয়া নারী ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসেনি। টি-২০ বিশ্বকাপের ১০ বছর পর ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে এবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। শক্তিশালী দলটি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে শীর্ষ দল। সিরিজের ৬টি খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সফরকারীদের পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের প্রশাসন। আজ সকাল সাড়ে ৯টায় দুই দল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। ম্যাচটি নিয়ে দারুণ উত্তেজনা বোধ করছে নিগার সুলতানা জ্যোতিদের শিবির। বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ খেলছে। যদিও গত বছর ভারত খেলে গেছে। কিন্তু অস্ট্রেলিয়া নারী দল এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে হার-জিতের চেয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের দিকেই নজর দিতে চাইছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজটি নিয়ে টাইগ্রেস অধিনায়ক রোমাঞ্চিত, ‘এখন পর্যন্ত অবশ্যই এটা সবচেয়ে বড় সিরিজ। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেটে পরস্পরের পরিচিত দল। কিন্তু নারী দল পরস্পরের পরিচিত নয়। বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বীকৃতি পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩টি ম্যাচ খেলেছে। দুটি টি-২০ এবং একটি ওয়ানডে। ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দুই দল এবং ২০২০ ও ২০২৩ সালে টি-২০ বিশ্বকাপে। সফরে অস্ট্রেলিয়া ৩টি ওয়ানডে খেলবে এবং পরে ৩টি টি-২০ খেলবে। চলতি বছরের অক্টোবরে টি-২০ বিশ্বকাপ। তার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলে মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নিতে পারছে নিগার বাহিনী।

অস্ট্রেলিয়া নারী দল প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে। পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে। প্রতিপক্ষ শক্তিশালী দল হলেও নিজেদের হালকা করে দেখছেন না নিগার, ‘গত ৬-৭ মাস আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি। অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নিচ্ছে না, ওদের স্কোয়াড দেখেই বোঝা গেছে। বিশ্বকাপও এখানে হবে। সব মিলিয়ে সাম্প্রতিককালে যতগুলো সিরিজ খেলেছি; ভারত, পাকিস্তান. দক্ষিণ আফ্রিকা- সবাই ভালো দল। আমরা প্রস্তুত।’

সর্বশেষ খবর