বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টেস্ট দলে প্রথমবার তৌহিদ হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো টেস্ট দলে স্থান পেয়েছেন তৌহিদ হৃদয়। আঙুলে আঘাত পেয়ে দল থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার পরিবর্তেই দলে ডাক পেয়েছেন হৃদয়। ক্যারিয়ার একেবারেই ছোট। তবে দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। ওয়ানডেতে ৩০ ম্যাচ খেলে করেছেন ৮৪৮ রান। ৭টি হাফ সেঞ্চুরি করেছেন। টি-২০ ক্রিকেটে ১৪ ম্যাচে ২৩১ রান করেছেন। চট্টগ্রামে গত সোমবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিপিং করার সময় তাসকিন আহমেদের একটি বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। প্রাথমিক চিকিৎসা নিয়ে ম্যাচের বাকি অংশে খেললেও পরবর্তীতে ওই আঙুলে চিড় ধরা পড়ে। অন্তত ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৪ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ৪৮.২০ গড়ে ৯১৩ রান করেছেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরিও আছে। এবার টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় হৃদয়। সাদা পোশাকে অভিষেকটা রাঙাতে চান হৃদয়। তিনি বলেন, ‘টেস্টে সুযোগ পাওয়াটা গর্বের ব্যাপার। আমি নিজেকে প্রমাণ করতে চাই টেস্ট সিরিজেও’

 

সর্বশেষ খবর