শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইংল্যান্ডের মুখোমুখি ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

কয়েক মাস পরই কোপা আমেরিকা। আছে ইউরো কাপের লড়াই। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলে আসন্ন দুটি বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে ফেবারিট দলগুলো। আজ ব্রাজিল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় মধ্যরাতে। ফুটবলে ব্রাজিল সব সময়ই পরাশক্তি। ইংল্যান্ডও তালিকায় সব সময় সেরাদের মধ্যেই ছিল। তবে ব্রাজিলের সামনে পড়লেই ইংলিশরা নিজেদের তাল ঠিক রাখতে পারে না। দুই দলের অতীত লড়াইয়ে অনেক এগিয়ে ব্রাজিল। ২৬ বারের লড়াইয়ে ১১ বারই হেরেছে ইংলিশরা। চারবার হেরেছে ব্রাজিল। ১১ বার ড্র করেছে দুই দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডটা ভালো নয় ব্রাজিলের। ২০০৯ সালের পর আর ইংলিশদের হারাতে পারেনি সিলেকাওরা। এরপর তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। একবার জয় পেয়েছে ইংল্যান্ড। দুইবার ড্র হয়েছে ম্যাচ।

এদিকে আজ সকালে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এল সালভাদরের। এই ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে তিনি। আর্জেন্টিনা দলে নেই পাওলো দিবালাও। কোপা আমেরিকার প্রস্তুতিতে কিছুটা কমতি থেকেই যাচ্ছে আর্জেন্টিনার!

সর্বশেষ খবর