শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
এলেনা রিবাকিনা

মায়ামি ওপেনে দারুণ জয়

মায়ামি ওপেনে দারুণ জয়

মায়ামি ওপেনে দারুণ সূচনা করেছেন এলেনা রিবাকিনা। কাজাখস্তানের এই মেয়ে চতুর্থ বাছাই হিসেবে খেলছেন নারী এককে। দ্বিতীয় রাউন্ডে তিনি ক্লারা টওসনকে তিন সেটের লড়াইয়ে ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন। প্রথম সেটে হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয় করেন রিবাকিনা। চলতি বছর এর মধ্যে তিনি ব্রিসবেন ইন্টারন্যাশনাল এবং আবুধাবি ওপেন জয় করেছেন। আরও একটা ট্রফির দিকে ছুটছেন এই কাজাখ মেয়ে। মায়ামিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মারিয়া সাক্কারি এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাও।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর