শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ধনাঞ্জয়া ডি সিলভা

ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি

ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারে ১১ নম্বর সেঞ্চুরি করলেন ধনাঞ্জয়া ডি সিলভা। গতকাল বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ১৩১ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি চার ছাড়াও ১টি ছক্কা হাঁকান লঙ্কান এই অধিনায়ক। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানেই হারিয়েছিল ৫ উইকেট। তবে অধিনায়ক ডি সিলভা শক্ত হাতে হাল ধরে দলকে এগিয়ে নেন। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নাহিদ রানার বলে মিরাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

সর্বশেষ খবর