রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টাইগারদের হতাশার ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের হতাশার ব্যাটিং

দ্বিতীয় দিনের দ্বিতীয় শেষ ওভারটা করেন নাহিদ রানা। দীর্ঘকায় পেস বোলারের শেষ বলটা কাঁধ সমান উঁচু থেকে ধরেন উইকেটরক্ষ লিটন দাস। ধরেই বলটি ছুড়ে ফেলেন মাটিতে। বলটির গতি ছিল ১৪২.৬ কিলোমিটার। গতকাল স্পেলের পুরোটা সময় নাহিদ ১৪০ থেকে ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। শরীর ধেয়ে আসা বলগুলোর বিপক্ষে খুব সাবলীল ছিলেন না শ্রীলঙ্কান ব্যাটাররা। বিশেষ করে শর্ট বল ও বাউন্সারগুলো বারবার বিপাকে ফেলছিল প্রতিপক্ষ ব্যাটারদের। তার গতি, সুইংয়ের বিপক্ষে খেলতে না পেরে অহেতুক চড়াও হয়ে উইকেট বিলিয়েছে সফরকারীরা। গতকাল টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১১৯ রান তুলতেই উইকেট হারিয়েছে ৫টি। যদিও দিনশেষে সফরকারীরা এগিয়ে ২১১ রানে। পেস বোলার শাসিত টেস্টে সাদা চোখে এগিয়ে আছে সফরকারী ধনাঞ্জয়া ডি সিলভার দল। সিলেটের হার্ড ও বাউন্সি উইকেটে যাচ্ছেতাই ব্যাটিং করেছেন টাইগার ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতার মাঝে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদ। প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন। নাহিদ, শরিফুলদের সাঁড়াশি আক্রমণে আত্মবিশ্বাসী টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম্প সকালে দ্রুত প্রতিপক্ষের উইকেট নেওয়ার কথা বলেন, ‘২১১ রানে তারা এগিয়ে আছে। আমরা যদি আগামীকাল দ্রুত উইকেট তুলে নিতে পারি তাহলে শ্রীলঙ্কাকে ২৫০ রানে আটকে রাখার চেষ্টা করব।’

ঘাস আছে সিলেটের উইকেটে। এজন্য মুভমেন্টও বেশি। প্রথম দিন বৃষ্টিভাবাপন্ন আবহওয়ার পুরো সুবিধা আদায় করে নেন দুই দলের পেসাররা। এর মাঝে সেঞ্চুরি করে নিজেদের জাত চেনান ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। তারপরও পেসাররা ছিলেন ভীতিকর। গতকাল পেসাররা ছিলেন রীতিমতো ভয়ংকর। শ্রীলঙ্কান তিন পেসার- বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরুর সাঁড়াশি আক্রমণে বাংলাদেশের কোনো ব্যাটার ৫০ রানের ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান করেন ‘নাইট ওয়াচম্যান’ তাইজুল ইসলাম। এ ছাড়া ছন্দ হারানো লিটন দাস ২৫ রান করেন। শেষ দিকে খালেদ আহমেদ আগ্রাসি ব্যাটিং করলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৮৮। ৯২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে খুব সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৫ উইকেটে ১১৯ রান তোলে। নাহিদ গতির ঝড় তুলে ২ উইকেট নেন।

২১১ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা পিছিয়ে পড়েছে ম্যাচে। প্রথম ইনিংসে দলের ব্যাটিং নিয়ে হতাশা ঝরেছে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের, ‘আমরা অবশ্যই হতাশ ৫১.৩ ওভারের বেশি ব্যাটিং করতে না পেরে। এটা সত্যিই বিরক্তিকর। কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা ওদের কয়েকটি উইকেট পেয়েছি, ভাগ্যকে পাশে পাইনি। নয়তো আরও কিছু উইকেট পেতে পারতাম। ২১১ রানে তারা এগিয়ে আছে। আমরা যদি আগামীকাল দ্রুত উইকেট তুলে নিতে পারি তাহলে শ্রীলঙ্কাকে ২৫০ রানে আটকে রাখার চেষ্টা করব।’ শ্রীলঙ্কান দর্শন গামাগে ৩০০ রানকে ডিফেন্ডেবল বলছেন, ‘আমরা অবশ্যই হতাশ ৫১.৩ ওভারের বেশি ব্যাটিং করতে না পেরে। এটা সত্যিই বিরক্তিকর, কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা ওদের কয়েকটি উইকেট পেয়েছি, কিন্তু ভাগ্যকে পাশে পাইনি নয়তো আরও কিছু উইকেট পেতে পারতাম। ২১১ রানে তারা এগিয়ে আছে। আমরা যদি আগামীকাল দ্রুত উইকেট পেতে পারি তাহলে ২৫০ রানে লক্ষ্য আটকে রাখার চেষ্টা করব।’ টাইগারদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন তাইজুল। অথচ ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত (৫), দুই ওপেনার জাকির হাসান (৯), মাহামুদুল হাসান (১২), লিটন (২৫), শাহাদাত হোসেন (১৮)। অথচ প্রতিপক্ষের সুইং ও গতির বিপক্ষে ৮০ বল খেলেন তাইজুল। তাইজুলের ইনিংসের প্রশংসা করেন হেম্প, ‘তাইজুল ৮০ বল খেলেছে। এ ছাড়া লোয়ার অর্ডারের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। তারা প্রশংসা পাবে। একাদশের সবাইকেই সমান সহায়ক হতে হবে। কেননা ওদের তিন পেসার ভালো বোলিং করেছে।’

সর্বশেষ খবর