রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে দুরন্ত আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে দুরন্ত আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের গ্যালারি পরিপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে এসেছেন হাজার হাজার দর্শক। লিওনেল মেসির সমর্থকই বেশি। তবে ইনজুরির কারণে লিওনেল মেসি খেলতে পারেননি। দলেই ছিলেন না তিনি। অবশ্য সমর্থকদের হতাশ করেননি অ্যাঞ্জেল ডি মারিয়ারা। দারুণ খেলা উপহার দিয়েছেন। এল সালভাদরের জালে তিনটি গোল করেছেন আর্জেন্টাইন তারকারা। ম্যাচের ১৬ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে এগিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ৪২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। ৫২ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অবশ্য ম্যাচজুড়ে আরও অনেক গোলের সুযোগ তৈরি করেও বল জালে জড়াতে পারেননি ডি মারিয়ারা। ২৪ বার প্রতিপক্ষের গোলমুখে আক্রমণে গেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৪ বারই গোলমুখী শট নিয়েছে। ৮০ ভাগ সময় বল দখলে রেখেছে তারা। আরও বড় ব্যবধানের জয়ই আশা করেছিলেন সমর্থকরা। তবে এল সালভাদরের গোলরক্ষক মার্টিনেজ এবং দলের ডিফেন্ডাররা বেশ কয়েকবারই আর্জেন্টিনার আক্রমণ ব্যর্থ করে দেন। আগামী বুধবার লসঅ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 

 

সর্বশেষ খবর