রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিগারদের সিরিজে সমতা আনার ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের সিরিজে সমতা আনার ম্যাচ আজ

গতকাল অনুশীলনে বাংলাদেশের নারী ক্রিকেটাররা

প্রথম ওয়ানডেতে পাত্তাই পাননি নিগার সুলতানারা। অস্ট্রেলিয়া নারী দলের ব্যাটিং ও বোলিংয়ের বিপক্ষে কোনোরকম লড়াই করতে পারেননি বাংলাদেশের নারী ক্রিকেটাররা। হেরে যান ১১৮ রানে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। যদি সফরকারী নারী দল জিতে যায়, তাহলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাবে। সিরিজে সমতা আনতে আজ জয়ের বিকল্প নেই নিগারদের। ম্যাচকে সামনে রেখে নিগার বাহিনী ঘাম ঝরিয়েছে গতকাল। প্রথম ম্যাচে ৩-৪টি ক্যাচের খেসারত গুনেছে। ৭৮ রানে ৫ উইকেট নিয়েও অল্প রানে বেঁধে রাখতে পারেনি সফরকারীদের। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংয়ের আগ্রাসি ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করেছিল অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৫৮ রান করেছিলেন ৭৬ বলে ৫ চারে। তবে টর্নেডো গতিতে ব্যাটিং করেছেন কিং। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩১ বলে ২ চার ও ৫ ছক্কায়। ইনিংসের শেষ ওভারে ফাহিমা খাতুনকে ৪ ছক্কায় তুলে নেন ২৯ রান। ২১৪ রানের টার্গেটে নিগার বাহিনী অলআউট হয় ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে। আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলবে দল, বলেন অলরাউন্ডার ফাহিমা, ‘ক্রিকেট এমন একটা খেলা, আমরা যেভাবে শুরু করেছিলাম বোলিংয়ে, আমাদের যে স্ট্রেন্থ আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। যেহেতু তারা অনেক বড় দল, আমরা সেভাবে চিন্তা করিনি, আমরা চেষ্টা করেছি, সেরা ক্রিকেট খেলার। আমরা ভালো বোলিং করেছি। হ্যাঁ, ক্যাচ মিস হয়েছে, মিস ফিল্ডিং হয়েছে। আজ সেসব করতে চাই না।’

 

সর্বশেষ খবর