শিরোনাম
সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিরিজ জিতল অস্ট্রেলিয়া নারী দল

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও শয়ের ঘর পেরোতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১৪ রানের টার্গেটে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। টানা দুই ম্যাচে শয়ের নিচে অলআউট হয়ে দুটি ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচ ১১৮ রানের পর গতকাল ৬ উইকেটে জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া নারী দল। টানা দুই জয়ে এক ম্যচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের ও শেষ তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল মিরপুরেই খেলবে তিন ম্যাচ টি-২০ সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল। গতকাল ২০০ রানের টার্গেটে টস জিতে ব্যাট করতে নামে নিগার বাহিনী। কিন্তু সফরকারী বোলার সোফি মলিনিওক্সের সাঁড়াশি বোলিংয়ে নিগার বাহিনী ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত খাত থেকে। ৯৮ রানের টার্গেটে সফরকারী অ্যালিসা বাহিনী টপকে যায় ২৬.১ ওভার হাতে রেখে। সর্বোচ্চ ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এলিসা পেরি।

 

সর্বশেষ খবর