বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হকরা যখন সিলেটে টেস্ট খেলছিলেন, সবার চোখের আড়ালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তখন ফিটনেস ফিরে পেতে রানিং ও জিম করছেন সাকিব আল হাসান। চলমান শ্রীলঙ্কা সিরিজে নিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। তাকে ছাড়া টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলেছেন টাইগাররা। সিলেটে টেস্টও খেলেছেন। তাহলে বিশ্রাম নেওয়ার পরও কেন রানিং করছেন দেশসেরা ক্রিকেটার? ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে। লিগে দলটির পক্ষে প্রথম তিন ম্যাচ না খেললেও পরের দুটি খেলেছেন। তখনই আভাস মিলেছিল চট্টগ্রাম টেস্ট খেলবেন। চট্টগ্রাম টেস্টে শতভাগ ফিটনেস নিয়ে খেলতেই রানিং ও জিম করেছেন তিনি। গতকাল চট্টগ্রাম টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে ফেরানো হয়েছে সাকিবকে। দেশসেরা অলরাউন্ডার ফেরায় কোনো টেস্ট না খেলে বাদ পড়েছেন তৌহিদ হৃদয়। সবাইকে চমকে এক বছর পর যেমন ফিরেছেন সাকিব, তেমনই ছন্দ হারানোর পরও আরও একবার সুযোগ পেয়েছেন লিটন দাস। ইনজুরির জন্য না খেলেই বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তার জায়গায় ডেকে নেওয়া হয়েছে ডান হাতি ফাস্ট বোলার হাসান মাহমুদকে। ৩০ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেটে ছন্নছাড়া ব্যাটিং করে ৩২৮ রানের পর্বতসম ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লিটনের ওপর আস্থা রেখেছেন অধিনায়ক নাজমুল শান্ত ও কোচ চন্ডিকা হাতুরাসিংহে। মুশফিকের অনুপস্থিতিও তাকে স্কোয়াডে রাখার অন্যতম কারণ। সাকিব টেস্ট স্কোয়াডে ফিরেছেন ২০২৩ সালের এপ্রিলের পর। প্রায় এক বছর পর ফিরেছেন সাদা পোশাকের ক্রিকেটে। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ী টেস্টের অধিনায়ক ছিলেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করে খেলেছিলেন ৮৭ রানের ইনিংস। বল হাতে প্রথম ইনিংসের স্পেল ছিল ৩-১-৮-০। দ্বিতীয় ইনিংসের স্পেল ১৩-৪-২৬-২। ৩৭ বছর বয়স্ক সাকিব তার ক্যারিয়ারে ৬৬ টেস্টে রান করেছেন ৩৯.০৭ গড়ে ৪ হাজার ৪৫৪ এবং উইকেট নিয়েছেন ২৩৩টি। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার বিপক্ষে সফল ক্রিকেটার সাকিব। দলটির বিপক্ষে নয় টেস্টে এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান এবং উইকেট নিয়েছেন ৩৮টি।

 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সর্বশেষ খবর