বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ আজ

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা প্রতি বছরই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশ নামে গতকালও খেলেছেন মিরপুর স্টেডিয়ামে। এ জন্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অনুশীলন ছিল না। আজ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি খেলবে দুই দল। প্রথম ও দ্বিতীয়টি জিতে এর মধ্যে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই বাজে ব্যাটিং করেছেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ২১৪ রান তাড়া করতে নেমে অলআউট হয়েছে ৯৫ রানে। দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিংয়ে করেছে ৯৭ রান। দুই ম্যাচেই একশর নিচে অলআউট হয়েছেন নিগাররা। ব্যাটাররা না পারলেও মারুফা, স্বর্ণা, নাহিদা আক্তাররা দারুণ বোলিং করেছেন প্রতিটি ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেননি অস্ট্রেলিয়ান নারী ব্যাটার সাদারল্যান্ড, কিং, এলিসা পেরিদের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডেতে ভালো বোলিং করেছেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম ওয়ানডেতে ৩টি এবং দ্বিতীয়টিতে কোনো উইকেট পাননি। দারুণ বোলিং করে প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁ হাতি এই স্পিনার। এখন তিনি র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। এর আগে ১২ নম্বরে ছিলেন। ওয়ানডে সিরিজ শেষে দুই দল আবার ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ম্যাচ তিনটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই হবে এবং ম্যাচ তিনটি যথাক্রমে ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া নিগারদের চেয়ে অনেক এগিয়ে। দলটি নারীদের বিশ্বকাপের সাতবার ওয়ানডে এবং ছয়বার টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন।

সর্বশেষ খবর