বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না বাংলাদেশের মেয়েরা। গতকাল মিরপুর স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে পরাজিত হয়েছেন নিগার সুলতানারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৬.২ ওভার ব্যাটিং করে মাত্র ৮৯ রানেই অলআউট হয়। রানের খাতায় সবচেয়ে বেশি রান যোগ হয় অতিরিক্ত থেকে (২০ রান)। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এ ছাড়া মারুফা আক্তার ১৫, স্বর্ণা আক্তার ১০ ও সুলতানা খাতুন ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার। এ ছাড়াও ২টি করে উইকেট নেন অ্যালিস পেরি ও সোফি মলিনেক্স। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে ৩৩ রান করেন অ্যালিস হিলি। এ ছাড়াও অ্যালিস পেরি ২৭ ও বেথ মুনি ২১ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন কিম গার্থ। সিরিজে ৫২ রান করে ও ৮ উইকেট নিয়ে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। প্রথম ওয়ানডেতে ১১৮ রানে এবং দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ৩১ মার্চ মিরপুরেই শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৬.২ ওভারে ৮৯ (নিগার ১৬, মারুফা ১৫*; গার্থ ৭-৪-১১-৩, পেরি ৪-১-১৭-২, মলিনেক্স ৭-২-২৩-২, গার্ডনার ৬.২-০-২৫-৩)।

অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ৯৩/২ (হিলি ৩৩, লিচফিল্ড ১২, পেরি ২৭*, মুনি ২১*; সুলতানা ৬-১-৩৫-১, রাবেয়া ৫-১-২১-১)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

 

সর্বশেষ খবর