শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা
রাসেল মাহমুদ জিমি

আমার কিছু করার নেই

আমার কিছু করার নেই

প্রিমিয়ার হকি লিগে শিরোপা লড়াইয়ে মোহামেডান ভালোভাবেই টিকে আছে। সামনে তাদের গুরুত্বপূর্ণ সব ম্যাচ। অথচ এমন অবস্থায় খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভে ক্যাম্প ছেড়ে চলে গেছেন। বিদেশি খেলোয়াড়দের বেলায়ও একই অবস্থা। এ নিয়ে হতাশা বিরাজ করছে ক্লাব শিবিরে। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ক্লাবের বদলে পুরান ঢাকায় বাসাতেই থাকেন। তিনি অবশ্য স্বীকার করেছেন সতীর্থদের ক্যাম্প ছাড়ার কথা। তার কথা এখানে আমার কিছু করার নেই। এটা রুটি-রুজির ব্যাপার। এমনিতেই লিগ হয় না। তারপর যদি অর্থ না মিলে মানসিকভাবে কি নিজেকে ঠিক রাখা যায়। খেলোয়াড়রা করেছেন এটা তাদের ব্যাপার। বিষয়টি দেখবেন কর্মকর্তারা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর