রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

১০০ ম্যাচে কিংসের ২৫০

মনোয়ার হক

১০০ ম্যাচে কিংসের ২৫০

রেকর্ডের ম্যাচে আরেক রেকর্ড। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর বসুন্ধরা কিংস পেশাদার ফুটবল লিগে ১০০ ম্যাচের মাইলফলক গড়ল। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দ্বিতীয় লেগে সেঞ্চুরির ম্যাচ পূরণ করল দেশের সবচেয়ে আলোচিত দলটি। এর আগে ৭৬ বছরে ঘরোয়া ফুটবল ইতিহাসে ১২টি চ্যাম্পিয়ন দল ১০০ ম্যাচ খেললেও কিংস যে রেকর্ডগুলো গড়ে মাইলফলকের ম্যাচে নেমেছিল তা অন্য কারও পক্ষে গড়া সম্ভব হয়নি। টানা চার শিরোপা, সর্বোচ্চ ৮৪ জয়, সবচেয়ে কম পাঁচ ম্যাচে হার। একাধিক রেকর্ড গড়েই দেশের ফুটবল কিং বসুন্ধরা কিংস সেঞ্চুরির ম্যাচ খেলল। ইতিহাসের সাক্ষী হয়ে থাকল রাজশাহী। গতকাল মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মাইলফলকের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে পাত্তায় দেননি রবসনরা। ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে। এ জয়ে ১০ ম্যাচে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে টানা পঞ্চম শিরোপার পথে এগিয়ে যাচ্ছে কিংস।

এবারের লিগে ব্রাদার্স পয়েন্ট তালিকায় সবচেয়ে তলানিতে থেকে রেলিগেশনের শঙ্কায় রয়েছে। প্রথম লেগে তাদের ৫-২ গোলে পরাজিত করেছিলেন রবসনরা। সে ক্ষেত্রে দ্বিতীয় লেগে শুরুটা কিংসের জয় হবে এ নিয়ে কারও সন্দেহ ছিল না। তবে ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল রেকর্ডের ম্যাচে চ্যাম্পিয়নরা আরেকটি রেকর্ড গড়তে পারে কি না। চলতি লিগ মিলিয়ে প্রতিপক্ষের জালে ২৪৩ গোল দিয়ে সেঞ্চুরি ম্যাচে নামে। আর ৭ গোল দিলেই ২৫০ গোলের মাইলফলক গড়বে কিংস। কাজটি কঠিন হলেও প্রতিপক্ষ দুর্বল ব্রাদার্স বলেই ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল গতকালই ২৫০ গোল হয় কি না। সফল বসুন্ধরা কিংস ৭ গোল দিয়ে ১০০ ম্যাচেই ২৫০ গোলের রেকর্ড লিখে ফেলল।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এক সময়ে তো আলোচনাটা ছিল আবাহনী ও মোহামেডান ঘিরেই। এ দুদলও রেকর্ড গড়ার দিক দিয়ে কিংসের চেয়ে পিছিয়ে পড়েছে। বলা হচ্ছে পেশাদার লিগে ১০০ ম্যাচে রেকর্ড গড়ার দিক দিয়ে ঢাকা আবাহনীই কাছাকাছি অবস্থান করছে। অদ্ভুত সব পরিসংখ্যান দিয়ে তা বোঝানোর চেষ্টা করছে একটি মহল। আবাহনীর অভিষেক তো পেশাদার লিগে নয়, সেই ১৯৭২ সালে। বসুন্ধরা কিংস অভিষেকের ছয় বছরের মধ্যে যা করেছে তা অন্য ক্লাবের কাছে স্বপ্নই বলা যায়। শততম ম্যাচের রেকর্ড তুলনা করলে কিংসের পাশে ওয়ান্ডারার্সই থাকবে। ৫০ দশকে ওয়ান্ডারার্স লিগে সেঞ্চুরি ম্যাচ পূরণ করে ৭৮ ম্যাচ জিতে এবং ৯ ম্যাচ হেরে।

এমফন উদো লিগে চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম খেলতে নেমেই নজর কাড়েন। ম্যাচের ১৯ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় কিংস। ব্রাদার্সের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে যায়। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মিগেলের পাসে নিচু শটে জালে বল পাঠান অধিনায়ক রবসন রবিনহো। প্রথম এবং দ্বিতীয় গোলে অ্যাস্টিট করে ৩৭ মিনিটে মিগেল ফিগেরা নিজেই দলের তৃতীয় গোল করেন। চার মিনিট পর এমফন উদো ব্যবধান ৪-০ করলে প্রথমার্ধের যোগ করা সময়ে এলিটা কিংসলে ব্রাদার্সের পক্ষে ১টি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে কিংস চাপ অব্যাহত রাখে। শুরুতে কিংসের পঞ্চম গোল করেন সোহেল রানা। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফিগেরা। ৬৮ মিনিটে এমফন উদো জোড়া গোল পূরণ করেন। তবে হ্যাটট্রিক আর কেউ করতে পারেননি। এবারের লিগে এটি কিংসের বড় জয়। ঈদের আগে ৫ এপ্রিল তারা লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর