রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ম্যানসিটি-আর্সেনাল লড়াই

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি-আর্সেনাল লড়াই

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের চারটিতে শিরোপার লড়াইয়ে চলছে একক আধিপত্য। স্পেনে রিয়াল মাদ্রিদ, জার্মানিতে বায়ার লেভারকুজেন, ইতালিতে ইন্টার মিলান এবং ফ্রেঞ্চ লিগে চলছে পিএসজির দাপট। শিরোপা লড়াইয়ে তাদের কাছাকাছিও নেই কোনো দল। ইংলিশ প্রিমিয়ার লিগে দৃশ্য পুরোপুরিই ভিন্ন। এখানে চলছে আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির ত্রিমুখী লড়াই। আজ লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হচ্ছে আর্সেনাল। এ লড়াইটা হয়ে যেতে পারে শিরোপা নির্ধারণী।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। তিন দলের যে কোনোটাই জিততে পারে লিগ শিরোপা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আকর্ষণীয় লড়াইগুলোর একটি ম্যানসিটি-আর্সেনাল ম্যাচ। দুই দল অতীতে মোট ২১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৯৯ বার জয় পেয়েছে আর্সেনাল। ৬৫ বার জয় পেয়েছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫৩ বারের লড়াইয়ে ২৪ বার জয় পেয়েছে আর্সেনাল। ১৯ বার জয় পেয়েছে ম্যানসিটি। দুই দলের ম্যাচ জয়ের ব্যবধান খুব বেশি নয় ইংলিশ প্রিমিয়ার লিগে। ইতিহাদ স্টেডিয়ামে অবশ্য ম্যানসিটিই এগিয়ে থেকে মাঠে নামবে। ২০১৫ সালের পর এই মাঠে আর্সেনাল জয় পায়নি। ২০১৫ সালের পর থেকে আর্সেনাল নিজেদের মাঠেও গত অক্টোবরের আগে জয় পায়নি ম্যানসিটির বিপক্ষে। লিগ ম্যাচে গত অক্টোবরে ম্যানসিটিকে ১-০ গোলে হারায় আর্সেনাল। এবার কি তবে ইতিহাদ স্টেডিয়ামেও পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসবে গানাররা! আজ জিতলেই শিরে১াপা লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে আর্সেনাল। ম্যানসিটি জিতলেও তাদের পথ অনেকটা সহজ হয়ে যাবে।

 

 

সর্বশেষ খবর