রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পঞ্চগড়ে সাফজয়ী ইয়ারজানকে সংবর্ধনা

পঞ্চগড়ে সাফজয়ী ইয়ারজানকে সংবর্ধনা

গত ১০ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-১৬ চাম্পিয়নশিপের ফাইনালে পঞ্চগড়ের মেয়ে গোলরক্ষক ইয়ারজান খেলেছিলেন। সেদিন টাইব্রেকারে বল ঠেকিয়ে ৩-১ গোলে ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে দেন ইয়ারজান। আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে পুরো দেশ। গতকাল সকালে দীর্ঘদিন পর পঞ্চগড় ফিরেছেন সেই ইয়ারজান। টুকু ফুটবল একাডেমি থেকে শিক্ষা নেওয়া ইয়ারজানকে ফুলেল সংবর্ধনা দিলেন একাডেমির খেলোয়াররা। সংবর্ধনার পরে ইয়ারজানকে নিয়ে গোটা শহর ঘুরে বেড়ায় তারা। এ সময় ইয়ারজানের বাবা আবদুর রাজ্জাক, দীর্ঘদিনের প্রশিক্ষক আবু তারেক টুকুও ছিলেন সঙ্গে। ফুলেল সংবর্ধনার স্মৃতিচারণায় ইয়ারজান বলেন, ১০ মার্চ কাঠমান্ডুর সেই মাঠে বাবা আর আমার প্রশিক্ষক টুকু স্যারকে খুব মনে পড়ছিল। বাবা আর কোচ থাকলে আরও খুশি হতাম। পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ ইয়ারজানকে অভিবাদন জানিয়েছেন গতকাল।

 

 

সর্বশেষ খবর