রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

২০২৪ সালে আন্তর্জাতিক সূচিতে ঠাঁসা ছিল বাংলাদেশের ক্রিকেট। ১২টি টেস্ট খেলার কথা ছিল নাজমুল হোসেন শান্তদের। কিন্তু বাতিল হয়েছে চার টেস্ট। ফলে ৮টি টেস্ট খেলবে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে ২ টেস্ট। আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টানা খেলার ক্লান্তি এড়াতে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মত হয়েছে সিরিজটি স্থগিত করতে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে নিশ্চিত করেছেন সিরিজ স্থগিতের বিষয়ে। তিনি বলেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’

সিরিজটির তারিখ কবে হবে, সেটা নিশ্চিত হয়নি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দুটি ছাড়া এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট স্থগিত হয়েছে। চলতি বছরের জুনে টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তান সফরে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। ভারত সফরে ২ টেস্ট ও ৩টি করে টি-২০ খেলার কথা নাজমুল বাহিনীর। অক্টোবরে ২ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ২ টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা। চট্টগ্রাম টেস্ট খেলা সাকিব আল হাসান চলতি বছর তিন ফরম্যাটেই ক্রিকেট খেলতে চান। বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে বোর্ডের যে কথা হয়েছে, সে অনুযায়ী বলতে পারি, ও আমাদের আসন্ন সিরিজগুলোতে তিন সংস্করণেই খেলার জন্য অ্যাভেইলেবল আছে। সে সব ম্যাচই খেলতে চায়।’ সাকিব এক বছর পর সাদা পোশাক ও লাল বলে টেস্ট খেলছেন।

সর্বশেষ খবর