সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আরেক গ্র্যান্ড মাস্টার পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আরেক গ্র্যান্ড মাস্টার পাচ্ছে বাংলাদেশ

ফাহাদ রহমান

নিয়াজ মোর্শেদ গ্র্যান্ড মাস্টারের খেতাব পাওয়ার পর বাংলাদেশকে দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৩ বছর। ১৯৮৭ সালে নিয়াজ এই কৃতিত্ব অর্জন করেন। জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার হন ২০০০ সালে। এরপর অল্প সময়ের মধ্যে আরও তিনজন দাবাড়ু জিএম খেতাব পান। ২০০৬ সালে রিফাত বিন সাত্তার, ২০০৭ আবদুল্লাহ আল রাকিব ও ২০০৮ সালে এনামুল হক রাজিব দাবার সর্বোচ্চ খেতাব পান। দীর্ঘ ১৬ বছর পার হতে চলেছে আর কোনো গ্র্যান্ড মাস্টারের দেখা মিলছে না।

ফাহাদ রহমানের সম্ভাবনা থাকলেও তিনিও এগোতে পারছেন না। পাঁচ বছর আগে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেও গ্র্যান্ড মাস্টার হতে যা দরকার তা তিনি করতে পারছিলেন না। অনেকবার আশা জাগালেও পেরে উঠছিলেন না। অবশেষে প্রথম গ্র্যান্ড মাস্টারের নর্ম পেলেন ফাহাদ। স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগোলেন তিনি। ভিয়েতনাম হ্যানয় গ্র্যান্ড মাস্টার ৩-এ একটি নর্ম অর্জন করেছেন। আর দুটি নর্ম পেলেই তার স্বপ্ন পূরণ হয়ে যাবে। দেশ পাবে ষষ্ঠ গ্র্যান্ড মাস্টারকে। ভিয়েতনামের এই আসরে ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন ফাহাদ। নর্ম পেতে দরকার হয় ৭ পয়েন্টের। ফাহাদ সেটিই করেছেন। নবম বা শেষ রাউন্ডে খেলায় ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার বনে গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন। তার বাকি আরও দুই নর্ম।

 

সর্বশেষ খবর