সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেট উন্নয়নে ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা’ গঠন করবে। ঢাকা থেকে মনোযোগ সরিয়ে নিতে এমন অবস্থার তৈরি করছে ক্রিকেট বোর্ড। আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম কীভাবে শুরু করবে, সে বিষয়ে গতকাল সিদ্ধান্ত নিয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভায়। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে এজিএমে অংশ নিয়েছেন ১৭০ জন কাউন্সিলর। তাদের নগদ ৫০ হাজার টাকা ও একটি করে আইপ্যাড উপহার দিয়েছে বিসিবি। এজিএমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছরের (১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত) বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪৬.৮০ কোটি টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪০৭.৭৮ কোটি টাকা। আঞ্চলিক সংস্থাগুলোর কার্যক্রম শুরু করা হবে টি-২০ টুর্নামেন্ট দিয়ে। এ জন্য বিসিবি প্রতিটি সংস্থাকে ২০ লাখ টাকা করে দেবে। 

সর্বশেষ খবর